উত্তর : শরীয়তের শর্ত মেনে দুজনকেই সুখে রাখতে পারলে প্রথমার তালাক চাওয়া বৈধ নয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে স্ত্রীলোক অকারণে তার স্বামীর নিকট থেকে তালাক চাইবে, সে স্ত্রীলোকের জন্য জান্নাতের সুগন্ধও হারাম হয়ে যাবে’ (আবূ দাঊদ, হা/২২২৬, ইবনু মাজাহ, হা/২০৫৫; মিশকাত, হা/৩২৭৯)। অনুরূপভাবে দ্বিতীয়ার জন্যও বৈধ নয় প্রথমাকে তালাক দিতে স্বামীকে চাপ দেওয়া। কারণ আল্লাহ যার যতটুকু রিযিক্ব নির্ধারণ করে রেখেছেন সে ততটুকুই ভোগ করতে পারবে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো নারী যেন তার বোনের তালাক না চায়, তার পাত্রকে উল্টিয়ে দিয়ে সম্পূর্ণ নিজে ভোগ করার জন্য। বরং তাকেই যেন বিবাহ করে নেয়। আল্লাহ যার যতটুকু রিযিক্ব নির্ধারণ করে রেখেছেন সে ততটুকুই ভোগ করতে পারবে’ (বুখারী, হা/৬৬০১; মিশকাত, হা/৩১৪৫)।
প্রশ্নকারী : রবীউল ইসলাম
গোদাগাড়ী, রাজশাহী।