উত্তর : না, এমনটি করা শরীআতসম্মত নয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ছাহাবীগণের থেকে প্রমাণ পাওয়া যায় না যে, তারা বাড়ি উদ্বোধনের সময় দলবদ্ধভাবে কুরআন তেলাওয়াত করেছেন। আর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কেউ যদি এমন কোনো আমল করে যাতে আামদের নির্দেশনা নেই, তাহলে সেটি বর্জনীয়’ (ছহীহ মুসলিম, হা/১৭১৮)। তবে কোনো পরহেযগার ব্যক্তির মাধ্যমে অথবা নিজে বরকতের আশায় দুই রাকআত ছালাত আদায় করতে পারে। আনাস ইবনু মালেক রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি এবং ইয়াতীম রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পিছনে দাঁড়িয়ে ছালাত আদায় করেছিলাম। আর আমার মা আমাদের পিছনে দাঁড়িয়ে ছালাত আদায় করছিলেন (ছহীহ বুখারী, হা/৭২৭; মিশকাত, হা/১১০৮)।
প্রশ্নকারী : সাবিকুল ইসলাম
নাটোর।