কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৮): মুক্তাদী ইমামের পিছনে কখন সালাম ফিরাবে? ইমামের সালাম ফিরানোর সাথে সাথে না একটু বিলম্ব করে?

উত্তর: ইমামের সাথে সাথে কোনো কাজই করা যাবে না (ছহীহ বুখারী, হা/৬৯১; ছহীহ মুসলিম, হা/৪২৬, ৪২৭)। উত্তম হলো, ইমামের দুই দিকে সালাম ফিরানোর পরে মুক্তাদী সালাম ফিরাবে। কিন্তু কেউ যদি ইমামের একদিকে সালাম ফিরানোর পরে সালাম ফিরায়, তারপর ইমাম আরেক দিকে সালাম ফিরানোর পরে সালাম ফিরায় তাহলে তাতে কোনো সমস্যা নেই (শারহুল মুমতে, ৪/২৬৭; আল-মাজমূ, ৩/৪৬৩)।

প্রশ্নকারী : আমিনুর রহমান

দুপচাঁচিয়া, বগুড়া।

 

Magazine