কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫) : পরে পড়ব ভেবে বিতর ছালাত রেখে দেওয়ার পর আদায়ের আগে মাসিক আরম্ভ হলে করণীয় কী? মাসিক শেষে কি ক্বাযা আদায় করতে হবে। ক্বাযা করতে হলে পদ্ধতি কী?

উত্তররক্তস্রাব তথা মাসিকের রক্ত দেখা গেলে ছালাত পড়া নিষেধ। মাসিকের পূর্বের কোনো ছালাত যদি ক্বাযা থেকে থাকে, তাহলে তা মাসিক থেকে পবিত্র হওয়ার পর আদায় করতে হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতর ছালাতের ক্বাযা আদায় করার নির্দেশ দিয়েছেন। তাই হায়েযের শেষে পবিত্র হয়ে বিতর ছালাত আদায় করা উত্তম। আবূ সাঈদ খুদরী রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি নিদ্রা বা ভুলের কারণে বিতরের ছালাত আদায় করে নাই, সে যেন তা স্মরণ হওয়ার পরপরই আদায় করে নেয় (আবূ দাউদ, হা/১৪৩১; সুনানুল কুবরা বায়হাক্বী, হা/৪৫৯৩)। আয়েশা রযিয়াল্লাহু আনহা বলেন, ’যখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রাতের ছালাত (তাহাজ্জুদ) কোনো ব্যথা-বেদনা অথবা অন্য কোন কারণে ছুটে যেত, তখন তিনি দিনে বার রাকআত ছালাত পড়ে নিতেন’ (ইবনু হিব্বান, হা/৭৩১৪; শারহুস সুন্নাহ লিল বাগাবী, হা/৯৮৭)। অত্র হাদীছগুলো প্রমাণ করে যে, ‍সুন্নাত ছালাতেরও ক্বাযা আদায় করা যায়।

প্রশ্নকারী : আব্দুন নূর

সাপাহার, নওগাঁ।

 

Magazine