কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১): যাদের সন্তান হয় না, তাদেরকে নিয়ে সমাজে হাসিঠাট্টা করা হয়। এ ব্যাপারে ইসলাম কী বলে?

উত্তর: সন্তান-সন্ততি দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর। তিনি যাকে ইচ্ছা করেন সন্তান দান করেন আবার যাকে ইচ্ছা করেন সন্তান দেন না। সুতরাং এগুলো নিয়ে হাসিঠাট্টা করা আল্লাহর সিদ্ধান্তকে নিয়ে হাসিঠাট্টা করার নামান্তর। আল্লাহ তাআলা বলেন, ‘আসমানসমূহ ও যমিনের আধিপত্য আল্লাহরই। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা তাদেরকে দান করেন পুত্র ও কন্যা উভয়ই এবং যাকে ইচ্ছা তাকে করে দেন বন্ধ্যা; নিশ্চয় তিনি সর্বজ্ঞ, ক্ষমতাবান’ (আশ-শুরা, ৪২/৪৯-৫০)। আল্লাহ তাআলা মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। এটাও তাঁর একটি পরীক্ষা। এমতাবস্থায় ধৈর্যধারণ করে আল্লাহর কাছে দু‘আ করা উচিত। আল্লাহ বলেন, ‘যারা ছবরকারী, তাদের অগণিত পুরস্কার দেওয়া হবে’ (আয-যুমার, ৩৯/১০)। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মুমিন পুরুষ ও নারীর জান, সন্তান-সন্ততি ও তার ধন-সম্পদ (বিপদ-আপদ দ্বারা) পরীক্ষিত হতে থাকে। পরিশেষে সে আল্লাহ তাআলার সঙ্গে নিষ্পাপ হয়ে সাক্ষাৎ করবে’ (তিরমিযী, হা/২৩৯৯)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক। 



Magazine