উত্তর: মসজিদে বিবাহ পড়ানো যায়, যা প্রমাণিত হয় নিম্নোক্ত হাদীছ দ্বারা, সাহল ইবনু সা‘দ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা এক মহিলা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খেদমতে উপস্থিত হয়ে বলল, সে নিজেকে আল্লাহ ও তাঁর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য নিবেদন করার ইচ্ছা করেছে। এ কথা শুনে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘আমার কোনো মহিলার প্রয়োজন নেই’। জনৈক ব্যক্তি তাঁকে বলল, একে আমার সঙ্গে বিবাহ করিয়ে দিন। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন শিক্ষা দেওয়ার বিনিময়ে তার সাথে এ মহিলাটির বিবাহ দিলেন (ছহীহ বুখারী, হা/৫০২৯; ছহীহ মুসলিম, হা/১৪২৫)। সুফিয়ান ছাওরীর সূত্রে ইসমাঈলীর বর্ণনায় এসেছে, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদে ছিলেন (ফাতহুল বারী, ৯/২০৬)। উক্ত হাদীছ দ্বারা মসজিদে বিবাহ পড়ানো জায়েয একথা বোঝা যায়। মসজিদে বিবাহ পড়ানো সুন্নাত অথবা বেশি উত্তম হওয়া কোনো ছহীহ দলীল দ্বারা সাব্যস্ত হয় না এবং তাকে বেশি উত্তম সাব্যস্ত করার জন্য যে হাদীছটি পেশ করা হয়, তা যঈফ। হাদীছটি হলো আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা বিয়ের ঘোষণা দিবে, বিয়ের কাজ মসজিদে সম্পন্ন করবে এবং এতে দফ পিটাবে’ (তিরমিযী, হা/১০৮৯; ফাতাওয়া লাজনা দাইমা ১৮/১১০)।
প্রশ্নকারী : মো. জহুরুল ইসলাম
তিলনা, বিরামপুর, দিনাজপুর।