কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৭) : কবরস্থানে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো হচ্ছে। শরীআতের দৃষ্টিতে এই কাজটি কি জায়েয হবে?

উত্তরকবরস্থানের পরিচর্যা করা যাবে না। সেখানে ফুলগাছ লাগানো, শুশোভিত করা, মনোরম পরিবেশ তৈরি করার কোন প্রয়োজন নেই। ফুলের বাগান সুসজ্জিত করাও যাবে না। এছাড়াও কবর পাকা করা যাবে না। আর এতে কবরবাসীর কোন লাভও নেই। কেননা তাদের নেক আমল না থাকলে কবর আধার এবং বিপদগার। কবরস্থানে বিভিন্ন ফুলের গাছ লাগানোর কারণে এক পর্যায়ে ভয়ভীতির পরিবর্তে কবর যিয়ারতকারীদের মনে আনন্দ ও খুশী ভরে যাবে, পরকালের চিন্তা, কবরের শাস্তির ভয় থাকবে না, যা কবর যিয়ারতের উদ্দেশ্যের পরিপন্থী। অথচ বুরাইদা রযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন তোমরা কবর যিয়ারত করো। অন্য বর্ণনাতে আছে, তোমরা কবর যিয়ারত করো, যা তোমাদের মৃত্যুকে স্মরণ করাবে (ছহীহ মুসলিম, হা/৯৭৭, আবূ দাউদ, হা/৩৬৯৮)। সুতরাং এই মুখ্য উদ্দেশ্য রক্ষার্থে ফুলের গাছ লাগান বৈধ হবে না।

প্রশ্নকারী : আলী

সিরাজগঞ্জ।


Magazine