কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯) : আর্থিক অভাব-অনটন ও যুলুম থেকে বাঁচার কোনো দু‘আ আছে কি?

উত্তর : আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্র ও যুলুম হতে বাঁচার জন্য নিমেণর দু‘আটি পড়তেন,

اللَّهُمَّ إِنِّى أَعُوذُبِكَ مِنَ الْفَقْرِ وَالْقِلَّةِ وَالذِّلَّةِ وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ

‘হে আল্লাহ! আমি তোমার নিকট দারিদ্র, অল্প (রহমত) ও অসম্মানি হতে পানাহ চাচ্ছি এবং আমি তোমার নিকট যুলুম করা হতে আশ্রয় চাচ্ছি’ (আবুদাঊদ, হা/১৫৪৪; তাহক্বীক মিশকাত, হা/২৪৬৭)।

প্রশ্নকারী : হাবীবুর রহমান

রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine