কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৮) : নওমুসলিমের আকীকার বিধান কি?

উত্তরআকীকাহ মূলত ঐ পশুকে বলা হয় যা নবজাত শিশুর জন্মের সপ্তম দিনে তার নাম রাখার সাথে তাকে যবেহ করা হয়। সপ্তম দিন অতিবাহিত হলে আর আকীকার প্রয়োজন হয় না। এছাড়াও নাম পরিবর্তন করার প্রয়োজন হলেও আবার আকীকাহ করার প্রয়োজন নেই। ইবনু উমার রযিয়াল্লাহু আনহু বলেন উমার রযিয়াল্লাহু আনহু-এর কন্যা ছিল তার নাম ছিল আসিয়াহ। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখলেন জামীলাহ, (ছহীহ মুসলিম, হা/২১৩৯, ইবনু মাজাহ, হা/৩১৩৩)। অনুরূভাবে একাঠিক হাদীছে বড়দের নাম রাখার কথা বর্ণিত হয়েছে কিন্তু আকীকার কথা আসে নাই। সুতরাং নওমুসলিমদের আকীকাহ করার প্রয়োজন নেই।

প্রশ্নকারী : সিয়াম

আক্কেলপুর, জয়পুরহাট।


Magazine