কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬) : সন্তানের আক্বীকা দেওয়ার দায়িত্ব পিতা-মাতার। এখন হবু সন্তানের জন্য আক্বীকার নির্ধারিত পশু সন্তানের নানা-নানী আক্বীকা দেওয়ার পূর্ব পর্যন্ত লালন-পালন করে দেয়। এমন পশু দ্বারা আক্বীকা দিলে আক্বীকা হবে কি? না কি পিতার দায়িত্ব হিসাবে লালন-পালনের বিনিময় দিয়ে দিতে হবে?

উত্তর : সন্তান জন্মের সপ্তম দিনে আক্বীকা করতে হয় (আবূ দাঊদ, হা/২৮৩৭; মিশকাত, হা/৪১৫৩)। আর সাধারণভাবে এর দায়িত্ব পিতার উপর বর্তায়। কিন্তু কোনো আত্মীয় যদি স্বেচ্ছায় আক্বীকার পশু লালন-পালন করে দেয়, তাতে কোনো সমস্যা নেই। তবে বাচ্চার নানা-নানীকে পশু পালনের জন্য চাপ দেওয়া হলে তা যৌতুক বলে গণ্য হবে।

প্রশ্নকারী : বন্যা খাতুন

গাংনী, মেহেরপুর।


Magazine