কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫) : পিতা-মাতার কথা মতো স্ত্রীকে তালাক দেওয়া যাবে কি?

উত্তর: স্ত্রী শরীয়তসম্মতভাবে জীবন-জাপন না করার কারণে যদি পিতা-মাতা স্ত্রীকে তালাক্ব দিতে বলে তাহলে, পিতা-মাতার কথা অনুযায়ী স্ত্রীকে তালাক দিতে হবে। আর যদি স্ত্রীর ভাল গুণাগুণ থাকার পরও পিতা-মাতা তালাক দিতে বলে, তাহলে তাদের পরামর্শ দিতে হবে। কেননা পিতা-মাতার আনুগত্য করা সন্তানের উপর জরুরি। মহান আল্লাহ বলেন, ‘তোমার প্রতিপালক হুকুম জারি করেছেন যে, তিনি ছাড়া অন্য কারো ইবাদত করো না, আর পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করো’ (আল-ইসরা, ১৭/২৩)। তিনি অনত বলেন, ‘তোমরা ইবাদাত কর আল্লাহর, তাঁর সাথে কোন কিছুকে শরীক করো না। আর সদ্ব্যবহার কর মাতা-পিতার সাথে…’ (আন-নিসা, ৪/৩৬)। মু’আয রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দশটি বিষয়ে ওয়াছিয়্যাত বা উপদেশ দিয়েছেন। তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, (১) আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে জ্বালিয়ে দেয়া হয়। (২) পিতা-মাতার অবাধ্য হবে না, যদি মাতা-পিতা তোমাকে তোমার পরিবার-পরিজন বা ধন সম্পদ ছেড়ে দেয়ার হুকুমও দেয়...’ (মুসনাদে আহমাদ, হা/২২০৭৫; মিশকাত, হা/৬১)। অন্যথায় তাদেরকে বোঝাতে হবে। তাদের সাথে কোনোরূপ খারাপ আচরণ করা যাবে না।

প্রশ্নকারী : আব্দুর রহমান

রাজশাহী।


Magazine