কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩): ফরয হজ্জের আগে কি উমরা পালন করা যাবে? অনেকে বলে, ফরয হজ্জের আগে উমরা পালন করা যায় না।

উত্তর: যাদের সামর্থ্য রয়েছে, তাদের উচিত হলো যত দ্রুত সম্ভব ফরয হজ্জ আদায় করা। আল্লাহ তাআলা বলেন, ‘আর মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ঐ ঘরের হজ্জ করা তার জন্য অবশ্য কর্তব্য’ (আলে ইমরান, ৩/৯৭)। তবে ফরয হজ্জ করার আগে উমরা করা যায়। কারণ যেকোনো সময় উমরা করা যায়। তার নির্ধারিত কোনো সময়সীমা নেই। ইকরিমা ইবনু খালিদ রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা-কে হজ্জের আগে উমরা আদায় করা সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি বললেন, এতে কোনো দোষ নেই। ইকরিমা রাহিমাহুল্লাহ বলেন, ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা বলেছেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের আগে উমরা আদায় করেছেন (ছহীহ বুখারী, হা/১৭৭৪)।
প্রশ্নকার : সোহেল আহমেদ
শেরপুর, বগুড়া।


Magazine