কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৪): আমাদের বিয়ে হওয়া তিন বছরের বেশি হয়েছে। আমাদের একটি মেয়ে সন্তান আছে। আমাদের মধ্যে ঝগড়া হলে আমার স্ত্রী সংসার ছেড়ে বাপের বাড়ি চলে যেতে চায়। তখন আমিও রাগের মাথায় চলে যেতে বলি। শুধু বলি, চলে যেতে পার, তবেআমার বাচ্চা রেখে যাও। এরকম কথা বলি। কিন্তু আমি কখনোও চিন্তা করিনি যে, আমরা দুজন আলাদা থাকব। কিন্তু আমার স্ত্রী ঝগড়া হলেই রাগের মাথায় আলাদা হয়ে যাবে বলে সিদ্ধান্ত নেয়। এখন কি আমাদের বিয়ে টিকে আছে? আমাদের সংসার করতে কি কোনো বাধা আছে?

উত্তর: প্রথমত, যথাসাধ্য স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া-বিবাদ কমানোর চেষ্টা করতে হবে। কেননা, স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানোর জন্য তাদের মাঝে দ্বন্দ্ব তৈরি করাতে শয়তান সর্বোচ্চ প্রচেষ্টা চালায় (ছহীহ মুসলিম, হা/২৮১৩)। তাই শয়তানকে সুযোগ না দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত, যেহেতু স্বামী স্ত্রীকে তালাক দেয়নি, অথবা চলে যেতে বলার মাধ্যমে তালাকের নিয়্যাত করেনি, তাই তাদের মাঝের বিবাহ দাম্পত্যও ছিন্ন হয়নি। বরং তারা বিবাহ বন্ধনেই আছে। তাই তাদের সংসার চালিয়ে যাওয়াতে শারঈ কোনো বাধা নেই।

প্রশ্নকারী : তারেক বিন আজিজ

মহেশখালী, কক্সবাজার।


Magazine