কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৫) : শুনেছি যে, ‘কোনো মুসলিমের জানাযার ছালাতে যদি একশজন মুসলিম অংশগ্রহণ করে এবং তারা তার জন্য সুপারিশ করে তাহলে তাদের সুপারিশ কবুল করা হবে’। তাই জানাযায় অধিক মুসলিমের অংশগ্রহণের লক্ষ্যে মৃত্যু সংবাদ মাইকে প্রচার করা যাবে কি?

উত্তর : কারো জানাযায় একশতজন লোক শরীক হয়ে তার জন্য ক্ষমা প্রার্থনা করলে তাদের সুপারিশ কবুল করা হয় (নাসাঈ, হা/১৯৯২; মুছান্নাফ আব্দুর রাযযাক, হা/৬৭৮৪)। ছহীহ মুসলিমের ৯৪৮ নং হাদীছে ৪০ জনের কথা এসেছে। উক্ত ফযীলত থাকা সত্ত্বেও সাহাবায়ে কেরামের কাউকে মৃত্যু সংবাদ গুরুত্বের সাথে প্রচার করতে দেখা যায়নি। বরং জানাযার ছালাতের পূর্ব মুহূর্তে ৪০ জনের মতো লোক উপস্থিত হয়েছে কি না, এটা জানার জন্য নির্দেশ দিয়েছেন। ৪০ জন লোক উপস্থিত হলেই সেটাকে তারা যথেষ্ট মনে করেছেন। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা-এর এক ছেলে কুদায়দ বা উসফান নামক স্থানে মারা গেলে তিনি খাদেম কুরায়ব রাহিমাহুল্লাহ-কে বললেন, দেখো তো কতজন লোক একত্রিত হয়েছে। কুরায়ব বলেন, আমি বের হয়ে দেখলাম কিছু লোক এসেছে। আমি তাকে জানালাম। তখন তিনি বললেন, ৪০ জন হবে? আমি বললাম হ্যাঁ। তিনি বললেন, তাহলে জানাযা বের করো। কারণ আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলছে শুনেছি, ‘কোনো মুসলিম ব্যক্তি মারা গেলে তার জানাযায় যদি এমন ৪০ জন লোক শরীক হয়, যারা আল্লাহর সাথে কোনো শিরক করেনি, তাহলে ঐ মায়্যেতের ব্যাপারে আল্লাহ তাদের সুপারিশ কবুল করবেন’ (ছহীহ মুসলিম, হা/৯৪৮)। অতএব, অধিক লোকের উপস্থিতির আশায় মৃত্যু সংবাদ মাইকে প্রচার করা যাবে না। বরং মানুষের উপস্থিতির জন্য অপেক্ষা করতে পারে।

প্রশ্নকারী : মোজাম্মেল হক্ব

রায়গঞ্জ, সিরাজগঞ্জ।


Magazine