উত্তর: যে সকল অনুষ্ঠানে শরীয়তবিরোধী কাজ হয় অথবা অনুষ্ঠানগুলোই শরীয়তসম্মত নয় সেই অনুষ্ঠানগুলো সাজানো বা ডেকোরেশন করাও জায়েয নয়। প্রশ্নে উল্লিখিত গায়ে হলুদ, সেমিনার, জন্মদিনের স্টেজ এগুলো একটিও শরীয়তসম্মত নয়। তাই এগুলো ডেকোরেশনের ব্যবসা করাও জায়েয নয়। কেননা এতে অন্যায়কে সহযোগিতা করা হয়। আর আল্লাহ তাআলা বলেন, ‘নেককাজ ও তাকওয়ায় তোমরা পরস্পর সাহায্য করবে এবং পাপ ও সীমালংঘনে একে অন্যের সাহায্য করবে না’ (আল-মায়েদা, ৫/২)।
প্রশ্নকারী : মুনতাসির মিরাজ
যাত্রবাড়ি, ঢাকা।