কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩২) : আল-কুরআনে মুহকাম ও মুতাশাবিহ আয়াত বলতে কি বুঝায়?

উত্তরপবিত্র কুরআনের আয়াতগুলো দুই ধরনের। ১. محكم স্পষ্ট অর্থবোধক আয়াত, ২. متشابه অস্পষ্ট অর্ধবোধক আয়াত (যার অর্থ মানুষ বোঝে না)। মহান আল্লাহ বলেন, ‘তিনি সে সত্ত্বা যিনি আপনার উপর কিতাব নাযিল করেছেন। (এ কিতাবে দু ধরনের আয়াত রয়েছে), এর কিছু হচ্ছে (সুস্পষ্ট) দ্ব্যর্থহীন আয়াত, সেগুলো কিতাবের মৌলিক অংশ, বাকি আয়াতগুলো হলো অস্পষ্ট… (আলে ইমরান, ৩/১)। যে আয়াতের ব্যাখ্যা এবং অর্থ স্পষ্ট তাকে আয়াতে মুহকাম বলে। আর যে আয়াতের জ্ঞান কারো জানার উপায় থাকে না তাকে আয়াতে মুতাশাবেহ বলা হয়। যেমন: কিয়ামত কবে হবে, ইয়াযুয-মাযুয ও দাজ্জাল কবে আত্মপ্রকাশ করবে, ঈসা আলাইহিস সালাম কবে দুনিয়ায় অবতরণ করবে, হরফে মুকাত্বআতের অর্থ ইত্যাদী বিষয়গুলো অস্পষ্ট (তাফসীরে কুরতুবী, আলে ইমরান, ৩/৭ নং আয়াতের তাফসীর দ্রষ্টব্য)।

প্রশ্নকারী : মুহাম্মদ বিল্লাল

ওয়ারী, ঢাকা।

 

Magazine