কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৮) : ইসলাম কি কোয়ান্টাম মেথড-এর অনুমোদন দেয়?

উত্তর : ইসলাম কোয়ান্টাম মেথড-এর অনুমোদন দেয় না। কেননা কোয়ান্টাম মেথড-এর কিছু নিয়ম-নীতি ইসলামের সাথে সাংঘর্ষিক। যেমন, (ক) এর অন্যতম নীতি হল, নিজের উপর তাওয়াক্কুল করা বা ভরসা করা। এটা বলে ভক্তদেরকে শেখানো হয় যে, তুমি চাইলেই সবকিছু করতে পার। ফলে তারা নিজেদের হাতে মূল্যবান কোয়ান্টাম বালা পরে ও তার উপর ভরসা করে। যা গায়রুল্লার উপর ভরসা করার নামান্তর ও স্পষ্ট শিরক। অথচ ইসলাম আল্লাহর উপর ভরসা করতে শিখায় (আলে-ইমরান, ১৫৯)। (খ) মেডিটেশনের জন্য ধর্ম বিশ্বাসের কোন প্রয়োজন নেই। এ যেন ভক্তদেরকে কোয়ান্টামগুরুদের গোলাম বানানোর এক অভিনব কৌশল। অথচ আল্লাহ তা‘আলা বলেন, ‘যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন দ্বীন তালাশ করবে, তা কবূল করা হবে না। ঐ ব্যক্তি আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে’ (আলে-ইমরান, ৮৫)। (গ) মেথড বিশেষজ্ঞদের দৃষ্টিতে মেডিটেশন একটি ইবাদত। যা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অথচ এটি সম্পূর্ণ ভ্রান্ত বিশ্বাস। কেননা নিঃসঙ্গতা আর মেডিটেশন এক নয়। তাছাড়া রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে কখনও ধ্যান করতে হেরা গুহায় যাননি। এমনকি ছাহাবায়ে কেরামও কখনও যাননি। (ঘ) এদের আরেকটি বিশ্বাস হল মাটির ব্যাংক। যে যেই নিয়তে এই ব্যাংকে টাকা রাখবে তার সে নিয়ত পূর্ণ হবে। প্রথমবারে পূরণ না হলে বুঝতে হবে মাটির ব্যাংক এখনো সন্তুষ্ট হয়নি। এটাও স্পষ্ট শিরক।

প্রশ্নকারী : জামালুদ্দীন

টাংগাইল।

 

Magazine