কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫): আমার ছেলের বয়স ১৫ দিন। জন্মের প্রথম ১১ দিন সে মায়ের দুধ খেয়েছে। ১১ দিন পর বাচ্চা আর মায়ের দুধ না খাওয়ায় দোকান থেকে বাচ্চার খাওয়ার জন্য ‘ল্যাকটোজেন-১’ এনে খাওয়াচ্ছি। এমন অবস্থায় বাচ্চার প্রস্রাব যদি আমার পোশাকে লেগে যায়, তাহলে পোশাকে পানি ছিটিয়ে দিলে পবিত্র হবে নাকি পোশাক পরিবর্তন করতে হবে?

উত্তর: রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের কথা বলেছেন; বয়সের কথা বলেননি। মায়ের দুধ ব্যতীত অন্য খাবার খেলে তা বাহিরের খাবার হিসেবে গণ্য হবে। খাবার খায় না এমন ছেলে শিশুর প্রস্রাব হলে পানি ছিটিয়ে দিতে হবে। উম্মু কায়স বিনতু মিহসান রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি তার এমন একটি ছোট ছেলেকে নিয়ে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এলেন যে তখনো খাবার খেতে শিখেনি। আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটিকে তাঁর কোলে বসালেন। তখন সে তাঁর কাপড়ে পেশাব করে দিল। তিনি পানি আনিয়ে এর উপর ছিটিয়ে দিলেন এবং তা ধৌত করলেন না (ছহীহ বুখারী, হা/২২৩)। আর মেয়ে শিশু প্রস্রাব করলে তা ধুয়ে ফেলতে হবে; সে খাবার গ্রহণ করুক বা না করুক। আয়েশা রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট একটি শিশু আনা হলো। সে তার কোলে প্রস্রাব করে দিল, তিনি কিছু পানি আনালেন এবং তা প্রস্রাবের উপর ঢেলে দিলেন (নাসাঈ, হা/৩০৩)। ‘ল্যাকটোজেন-১’ বাহিরের খাবার হিসেবে গণ্য হবে। সুতরাং এসব খাবার খায় এমন শিশু প্রস্রাব করলে তা ধৌত করতে হবে।

প্রশ্নকারী : আব্দুল বাতেন

বুড়িরহাট ফার্ম, রংপুর।


Magazine