উত্তর: জান্নাত ৮টি এবং জাহান্নাম ৭টি বলে সমাজে প্রচলিত থাকলেও তার কোনো দলীল পাওয়া যায় না। বরং জান্নাতের দরজা ৮টি ও জাহান্নামের দরজা ৭টি। সাহল ইবনু সা‘দ হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘জান্নাতের ৮টি দরজা রয়েছে। এর মধ্যে ‘রাইয়্যান’ নামে একটি দরজা রয়েছে, ছিয়াম পালনকারীগণ ছাড়া এ দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না (ছহীহ বুখারী, হা/৩২৫৮)। আল্লাহ তাআলা বলেন, ‘ওর (জাহান্নামের) সাতটি দরজা আছে’ (আল-হিজর, ১৫/৪৪)। এছাড়া জান্নাত ও জাহান্নামের বিভিন্ন স্তর রয়েছে (তিরমিযী, হা/২৫৩১)।
প্রশ্নকারী : মিজানুর রহমান ভুঁইয়া
ময়মনসিংহ সেনানিবাস।