উত্তর : বিবাহ বৈধ হওয়ার জন্য অভিভাবক ও দুজন সাক্ষী একান্ত জরুরী। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘অভিভাবক ও দুজন সাক্ষী ব্যতীত বিবাহ বৈধ নয়’ (ছহীহ ইবনু হিব্বান, হা/৪০৭৫; সিলসিলা ছহীহা, ৬/২৬১ পৃ., হা/১৮৬৫)। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কোনো নারী অভিভাবক ছাড়া বিবাহ করলে তা বাতিল, বাতিল, বাতিল’ (আবূ দাঊদ, হা/২০৮৩)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো মহিলা অপর কোনো মহিলাকে বিবাহ দিবে না এবং কোনো মহিলা নিজেকেও বিবাহ দিবে না (ইবনু মাজাহ, হা/১৮৮২)। যেহেতু প্রশ্নোল্লেখিত অবস্থায় অভিভাবক উপস্থিত ছিলেন না, সেহেতু সেটি বিবাহ হিসাবে গণ্য হয়নি। পরবর্তীতে অভিভাবকের কাছে অনুমতি নিলেও বিবাহ অগ্রহণযোগ্য থাকবে। অতএব বর্তমান সম্পর্ক অবৈধ। অতি সত্বর অভিভাবক ও দুজন সাক্ষীর উপস্থিতিতে নতুনভাবে বিবাহ পড়াতে হবে।
প্রশ্নকারী: নাম প্রকাশে অনিচ্ছুক।