কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭) : জনৈক ব্যক্তি মসজিদের জন্য নির্দিষ্ট স্থানে জমি দানের নিয়ত করে। কোনো কারণে এখন সে মনে করছে ঐ জমি বিক্রি করে দিবে এবং এর অর্থ দিয়ে অন্য জায়গাতে জমি কিনে দিবে অথবা সমপরিমাণ অর্থ অন্য মসজিদে নির্মাণ কাজে দান করবে। শরীআতের দৃষ্টিতে তার কী করা উচিত?

উত্তর : মসজিদের জন্য জমি দান নিঃসন্দেহে একটি মহৎ কাজ। ভালো কাজের নিয়ত করার মাধ্যমে আল্লাহ বান্দাকে ছওয়াব দিয়ে থাকেন। নিয়ত করে জমি ওয়াকফ করা বা নিয়ত কার্যকর করা পর্যন্ত তা পরিবর্তন করা যায়। তবে যদি কেউ নিদিষ্ট কোনো কাজের নযর (মানত) মেনে থাকে তাহলে তা পূরণ করতে হবে। দানকৃত সম্পদ হস্তান্তর করার পূর্বে নিয়ত পরিবর্তন করা যাবে (ইবনু কুদামাহ, মুগনী ৩/১৮৭; বাহুতী, কাশশাফুল কেনা‘ ২/২৯৮)। তবে হস্তান্তর হয়ে গেলে নিয়ত পরিবর্তন করা যাবে না (ফাৎহুল বারী, ৫/২৩৫)।

প্রশ্নকারী : আব্দুল্লাহ

শাহমখদুম, রাজশাহী


Magazine