কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪১): হিন্দুদের যেকোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচারে সহযোগিতা করা যাবে কি?

উত্তর: মুশরিকদের সাথে হালাল বস্তুর লেনদেন করা জায়েয, যদি সেই মুশরিকরা মুসলিমদের সাথে যুদ্ধ না করে এবং এই লেনদেনের মাধ্যমে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা না হয়। আল্লাহ তাআলা বলেন, ‘দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে স্বদেশ থেকে বহিষ্কার করেনি তাদের প্রতি মহানুভবতা দেখাতে ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন’ (আল-মুমতাহিনা, ৬০/৮)। আব্দুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের জমি এ শর্তে ইয়াহূদীদের দিয়েছিলেন যে, তারা নিজেদের শ্রমে তাতে চাষাবাদ করবে, তার বিনিময়ে উৎপন্ন ফসলের অর্ধেক তাদের হবে (ছহীহ বুখারী, হা/২৪৯৯; ছহীহ মুসলিম, হা/১৫৫১)। উক্ত আয়াত ও হাদীছ থেকে প্রমাণিত হয় যে, হিন্দু ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রচারে সহযোগিতা করা যাবে, যদি সেই প্রতিষ্ঠান স্পষ্টভাবে হারাম জিনিসের লেনদেন না করে এবং এই প্রচারের মাধ্যমে তাদেরকে যদি বন্ধুরূপে গ্রহণ করা না হয়।

প্রশ্নকারী : আব্দুল্লাহ

দারুসা, রাজশাহী।


Magazine