উত্তর : হ্যাঁ, শেষ রাতে ঘুম থেকে উঠে ওযূ ও ছালাত আদায় করা ছাড়াই আল্লাহর নিকট দো‘আ করা যাবে। ইবনু ‘আব্বাস রযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, আমি একবার মাইমুনা রযিয়াল্লাহু আনহা-এর ঘরে রাত কাটালাম। তখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কাছে ছিলেন। রাতে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ছালাত কেমন হয় তা দেখার জন্য। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পরিবারের সঙ্গে কিছু সময় কথা বললেন এবং ঘুমিয়ে পড়লেন। এরপর যখন রাতের শেষ তৃতীয়াংশ কিংবা শেষের কিছু অংশ বাকী থাকল, তিনি উঠে বসলেন এবং আসমানের দিকে তাকিয়ে তিলাওয়াত করলেন, আকাশসমূহ ও পৃথিবীর সৃষ্টিতে.....বোধশক্তিসম্পন্ন লোকদের জন্য- (আলে ইমরান ৩/১৯০)। তারপর তিনি উঠে গিয়ে ওযূ ও মিসওয়াক করলেন। অতঃপর এগারো রাকা‘আত ছালাত আদায় করলেন। বেলাল রযিয়াল্লাহু আনহু (ফজরের) ছালাতের আযান দিলে তিনি দু’রাক‘আত ছালাত আদায় করলেন। এরপর নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে ছাহাবীগণকে নিয়ে ফজরের ছালাত আদায় করলেন (ছহীহ বুখারী, হা/৭৪৫২)।
প্রশ্নকারী : রাসেল মাহমুদ
কালিহাতি, টাঙ্গাইল।