উত্তর: দাড়ি হলো ওয়াজিব, যা পুরুষের বৈশিষ্ট্য ও সৌন্দর্য। দাড়ি রাখার গুরুত্ব অনেক এবং তা মুণ্ডন করা মুশরিকদের বৈশিষ্ট্য। দাড়িকে না কেটে তার আপন অবস্থাতেই ছেড়ে দিতে হবে। কেননা, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। তোমরা গোঁফ কেটে ফেলো এবং দাড়ি ছেড়ে দাও (ছহীহ বুখারী, হা/৫৮৯২, ছহীহ মুসলিম, হা/২৫৯)। ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গোঁফ খাটো করতে ও দাড়ি লম্বা করতে আদেশ করেছেন (ছহীহ মুসলিম, হা/২৫৯, তিরমিযী, হা/২৪৬৪)। তাই দাড়ি কেটে সমান না করে আপন অবস্থাতেই রেখে দিতে হবে।
প্রশ্নকারী : মো. সজিবুর রহমান সাজ্জাদ
গাইবান্ধা।