উত্তর: না, জায়েয হবে না। এগুলো সবই প্রতারণার অন্তর্ভুক্ত। কেননা তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এটা তাকেই পূরণ করতে হবে। নিজের ওপর আরোপিত কাজ বিনা অনুমতিতে অপরকে দিয়ে করানো প্রবঞ্চনা ও প্রতারণা, যা শরীআহ বৈধ করেনি। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে প্রতারণা করে, সে আমার কেউ নয়’ (ছহীহ মুসলিম, হা/ ১০২)।