কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৪) : জনৈক ব্যক্তি বলেন, ‘ঐ স্ত্রী তার স্বামীর জন্য সবচেয়ে বেশী বরকত পূর্ণ, যার বিবাহের দেনমোহর খুব কম এবং প্রথম সন্তান কন্যা। কথাটি কি ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত?

উত্তর : উক্ত বক্তব্যের শারঈ কোন ভিত্তি নেই। তবে বিবাহে মোহর কম হলে বরকত বেশী হয় একথা ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত এবং বিবাহে মোহর বেশী না করাই শরী‘আত সম্মত। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমরা নারীদের মোহর বেশী কর না’ (আবুদাঊদ, হা/২১০৬; ইরওয়া, হা/১৯২৭)। অন্য বর্ণনায় রয়েছে, ‘মোহর কম হ’লে বরকত বেশী হয়’ (ইরওয়া, ৬/৩৫০পৃঃ)। ওমর ইবনুল খাত্তাব রাযিয়াল্লাহু আনহু বলেন, তোমরা স্ত্রীদের মোহর নির্ধারণে সীমালঙ্ঘন কর না। কেননা উক্ত মোহর নির্ধারণ যদি দুনিয়াতে সম্মান এবং আল্লাহর নিকট তাক্বওয়ার বিষয় হত তাহলে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-ই তোমাদের চেয়ে তা নির্ধারণে অধিক অগ্রগামী হতেন। কিন্তু তিনি ১২ উকিয়্যার বেশী মোহর নির্ধারণ করে কোন মেয়ের বিয়ে দিয়েছেন বলে আমার জানা নেই (ছহীহ তিরমিযী, হা/১১১৪; নাসাঈ, হা/৩৩৫১; আবুদাঊদ, হা/২১০৬; মিশকাত, হা/৩২০৪)। শায়খ আব্দুল্লাহ ফাওযান তার মিনহাতুল আল্লাম গ্রন্থে এই ১২ উকিয়্যার পরিমাণ নির্ধারণ করেছেন ১৭২৫ রিয়াল যা বাংলাদেশী টাকায় ৩৮৯৯৩ টাকা।

প্রশ্নকারী : হাসিনুর রহমান

পীরগঞ্জ, ঠাকুরগাঁও।


Magazine