উত্তর: পুরুষদের জন্য জামাআতে ছালাত আদায় করা আবশ্যক। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাআত থেকে পিছিয়ে থাকা ব্যক্তিদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ইচ্ছা করেছেন (ইবনু মাজাহ, হা/৭৯৫)। সুতরাং অবশ্যই জামাআতের সাথে ছালাত আদায় করতে হবে। এমতাবস্থাতে অর্জিত ইলম অনুযায়ী আমলকারী কোনো হাফেয যদি পাওয়া যায়, তাহলে তার কাছেই কুরআন মাজীদ শিখবে। আর যদি এমন কোনো হাফেয পাওয়া না যায়, তাহলে জামাআত থেকে পিছিয়ে থাকা হাফেযের কাছে কুরআন মাজীদ শিখাতে কোনো বাধা নেই।
প্রশ্নকারী : কবিরুল ফরাজী
গোপালগঞ্জ।