কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৯): কোনো ব্যাক্তির নামে আমি গীবত করেছি। তার কাছে মাফ চাইব, কিন্তু সেই ব্যক্তিকে খুঁজে পাচ্ছি না অথবা সেই ব্যক্তি মারা গেছে, এখন করণীয় কী?

উত্তর: গীবত করা অনেক বড় পাপ। আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের কেউ যেন একে অপরের গীবত না করে। তোমাদের কেউ কি স্বীয় মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করে? অনন্তর তোমরা তা অপছন্দ কর’ (আল-হুজুরাত, ৪৯/১২)। যদি কেউ এমন হয়ে থাকে, তাহলে তাকে ঐ ব্যক্তির থেকে মাফ নিতে হবে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রমহানি বা অন্য কোনো বিষয়ে যুলমের জন্য দায়ী থাকে, সে যেন আজই তার কাছ হতে মাফ করিয়ে নেয়, সে দিন আসার পূর্বে যে দিন তার কোনো দীনার বা দিরহাম থাকবে না’ (ছহীহ বুখারী, হা/২৪৪৯)। এছাড়াও তার উচিত হলো- ১. আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করার সাথে সাথে অনুতপ্ত হওয়া, ২. যাদের গীবত করা হয়েছে তাদের ব্যাপারে বিভিন্ন মজলিসে সুনাম বর্ণনা করা এবং তাদের ভালো গুণাবলির কথা উল্লেখ করা, ৩. তাদের পক্ষ নিয়ে কথা বলা এবং কেউ তাদের প্রতি কটাক্ষ করলে বা বদনাম করলে তা প্রতিহত করা, ৪. এছাড়া তাদের জন্য গোপনে ক্ষমা প্রার্থনা করা (মাদারিজুস সালেকীন, ১/২৯১)।

প্রশ্নকারী: মাসুদ আলম

ঢাকা।

Magazine