কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২) : আমাদের সমাজে অনেকের চুল পেকে গেলে তারা সেগুলো তুলে ফেলে। এমনটি করা কি সঠিক?

উত্তরনা, পাকা চুল তুলে ফেলা জায়েয নয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা পাকা চুল-দাঁড়ি উপড়িয়ে ফেল না। কেননা কোনো মুসলিম ইসলামের মধ্যে থেকে চুল পাকালে আল্লাহ তার প্রতিটি পাকা চুলের পরিবর্তে তাকে একটি নেকী দান করবেন, একটি মর্যাদার স্তর বৃদ্ধি করবেন এবং একটি গুনাহ মিটিয়ে দিবেন’ (আবূ দাঊদ, হা/৪২০২; তিরমিযী, হা/২৮২১)। সুতরাং পাকা চুল তুলে ফেলা যাবে না।

প্রশ্নকারী : বদিউজ্জামান

ঢাকা।


Magazine