কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৭) : ‘ঈদ মোবারাক’ বলা যাবে কি?

উত্তর : ‘ঈদ মোবারক’ বলার পক্ষে কোনো ছহীহ দলীল পাওয়া যায় না। তবে ঈদের দিনে ছাহাবায়ে কেরাম পরস্পর সাক্ষাতে বলতেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা’ অর্থাৎ আল্লাহ আমাদের ও আপনার পক্ষ থেকে কবুল করুন! (ফাতহুল বারী, ৩/৫৬৭, হা/৯৫১-এর আলোচনা, সনদ হাসান; তামামুল মিন্নাহ, ১/৩৫৪-৫৫)।

প্রশ্নকারী : এহসানুল হক

পলিখাঁপুর, দিনাজপুর।


Magazine