কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২) : টি শার্ট পরে ছালাত পড়া মাকরূহ অনুরূপ গুল খাওয়া, বিড়ি খাওয়া। আসলে মাকরূহ শব্দের অর্থ কি? আল-কুরআনে কিংবা ছহীহ হাদীছে এমন শব্দ আছে কি?

উত্তর: প্রথমত: টি শার্ট/গেঞ্জি পরে ছালাত আদায় করা মাকরূহ নয়। যদিও গলদেশের কিছু অংশ বের হয়ে থাকে। তবে এমন কোনো কাপড় পরে ছালাত আদায় করা যাবে না, যা পরিধান করলে কাঁধ খোলা থাকে। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কাঁধ খোলা রেখে এক কাপড়ে তোমাদের কেউ যেন ছালাত আদায় না করে’। আর তিনি নিজেও এক কাপড়ে ছালাত আদায় করার সময় তা শরীরে এমনভাবে জড়িয়ে নিতেন যে, কাপড়ের দুই দিক তাঁর দুই কাঁধের উপর থাকত’ (ছহীহ বুখারী, হা/৩৫৬; ছহীহ মুসলিম, হা/৫১৭; মিশকাত, হা/৭৫৪)। দ্বিতীয়ত: গুল, তামাক, বিড়ি খাওয়াও মাকরূহ নয় বরং তা স্পষ্ট হারাম। কেননা এসব নেশাদার দ্রব্য। আর সকল প্রকারের নেশাদার দ্রব্য হারাম। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘প্রত্যেক নেশাদার বস্তুই হারাম’ (আবূ দাঊদ, হা/৩৬৮৭; মিশকাত, হা/৩৬৫২)। উল্লেখ্য যে, মাকরূহ শব্দটি কুরআন ও হাদীছে একেক স্থানে একেক অর্থে ব্যবহৃত হয়েছে। কখনো হারাম অর্থে ব্যবহৃত হয়েছে আবার কখনো অপছন্দনীয়, মন্দ ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন সূরা আল-ইসরা ৩৮ নং আয়াতে হারাম অর্থে ব্যবহৃত হয়েছে। তবে অধিকাংশ সময় হারাম অর্থে ব্যবহৃত হয়েছে (বাদায়ে‘উল ফাওয়ায়েদ ‘ইবনুল ক্বায়্যুম’ ৪/৬ পৃ.)।

প্রশ্নকারী : বদরুদ্দোজা

কাজুলিয়া, গোপালগঞ্জ।

 

Magazine