কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩২) : বর্তমানে কেউ ১০ জন হাজী সংগ্রহ করে দিতে পারলে সে বিনা খরচে হজ্বেযেতে পারে। এভাবে হজ্বে যাওয়া যাবে কি? হাজী সংগ্রহের বিনিময়ে কমিশনগ্রহণ করা কি জায়েয?

উত্তর: হজ্জের এ পদ্ধতি ঠিক নয়। কেননা ১. এভাবে হজ্জ করার ব্যবস্থা হওয়ায় যারা হজ্জে যাচ্ছে তাদের টাকা বেশি খরচ হয়। ২. এতে প্রতারণার সম্ভবনা থাকে। ৩. এভাবে হজ্জে যাওয়ার বিষয়টি শরীআতে স্পষ্ট নয়। অতএব যেখানে ঘুষের মতো লেন-দেন হয়, প্রতারণার সম্ভবনা থাকে, মালিকানা স্পষ্ট হয় না সে মাধ্যমে হজ্জ না করাই উত্তম।

প্রশ্নকারী : জোতপাড়া, ঠাকুরগাঁও

আক্বীমুল ইসলাম।


Magazine