উত্তর : বর্তমানে সূদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা নাই বললেই চলে। সেক্ষেত্রে উক্ত সফটওয়্যার ব্যবহার করে কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান যদি হারামের মধ্যে লিপ্ত হওয়ার কথা সুনিশ্চিতভাবে জানা যায়, তাহলে তাদের কাছে সফটওয়্যার বিক্রি করা অন্যায়কে সাহায্য করার শামিল। মহান আল্লাহ অন্যায় কাজে সহযোগিতা করতে নিষেধ করছেন। তিনি বলেন, ‘আর তোমরা নেকী ও আল্লাহভীতির কাজে পরস্পরকে সহযোগিতা করো। পাপ ও আল্লাহদ্রোহিতার কাজে পরস্পরকে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)। ভালো কাজে সহযোগিতার মাধ্যমে মানুষ যেমন আমলকারীর সমপরিমাণ নেকী পায়, তদ্রূপ মন্দ কাজে সহযোগিতা করার কারণে সমপরিমাণ পাপের ভাগিদার হবে (ছহীহ মুসলিম, হা/২৬৭৪; আবূ দাঊদ, হা/৪৬০৯)।
প্রশ্নকারী : আজহারউদ্দীন
ফেনী।