কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪১): ভুল করে যেনা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পর স্ত্রী কখনো যদি প্রশ্ন করে যে, তুমি কখনো শারীরিক সম্পর্ক করেছি কি-না? তখন আমার করণীয় কী? আমি সত্য বললে তো ঝামেলা সৃষ্টি হবে।

উত্তর: যেনা মহাপাপ। যার দুনিয়াবী শাস্তি খুব কঠোর ও কঠিন। যাকে পাথর দিয়ে মেরে হত্যা করার কথা এসেছে। তারপরও এমন কোনো পাপ যদি কারো ঘটে যায় আর সেটা প্রকাশ না হয়ে থাকে, তাহলে নিজে থেকে প্রকাশ করা যাবে না। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, আমার সকল উম্মতকে মাফ করা হবে, তবে তা প্রকাশকারী ব্যতীত। আর নিশ্চয় এ বড়ই অন্যায় যে, কোনো লোক রাতের বেলা অপরাধ করল যা আল্লাহ গোপন রাখলেন। কিন্তু সে সকাল হলে বলে বেড়াতে লাগল, হে অমুক! আমি আজ রাতে এই এই কাজ করেছি। অথচ সে এমন অবস্থায় রাত কাটাল যে, আল্লাহ তার কর্ম লুকিয়ে রেখেছিলেন আর সে ভোরে উঠে তার উপর আল্লাহর দেওয়া আবরণ খুলে ফেলল’ (ছহীহ বুখারী, হা/৬০৬৯)। এমন বিষয়ে স্বামী-স্ত্রীর মাঝে সন্দেহ হলে পরস্পর পরস্পরকে আল্লাহর ভয় দেখাবে, গোপন বিষয়গুলো প্রকাশ করার চেষ্টা করবে না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি মুসলিমের দোষ-ত্রুটি লুকিয়ে রাখবে, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তার দোষ-ত্রুটি লুকিয়ে রাখবেন’ (ছহীহ মুসলিম, হা/২৫৮০)। সুতরাং এমতাবস্থায় সম্ভবপর এড়িয়ে চলার চেষ্টা করবে।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine