উত্তর : রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তিনটি কাজ এমন যা বাস্তবে বা ঠাট্টাচ্ছলে করলেও তা বাস্তবিকই ধর্তব্য। আর তা হলো- বিবাহ, তালাক ও স্ত্রীকে পুনঃগ্রহণ’ (আবূ দাউদ, হা/২১৯৪; তিরমিযী, হা/১১৮৪)। সুতরাং মোবাইলে মেসেজ করে হোক কিংবা সরাসরি; স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় তাহলে সে তালাক কার্যকর হবে। অতএব প্রশ্নোল্লেখিত পদ্ধতির তালাক নিঃসন্দেহে কার্যকর। তবে তা তিন তালাক নয় বরং এক তালাক হিসাবে গণ্য। কেননা স্বামী স্ত্রীকে এক সাথে তিন তালাক দিলে তা শরীয়তে এক তালাক হিসাবে বিবেচিত হয়।
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ أَنَّ أَبَا رُكَانَةَ طَلَّقَ امْرَأَتَهُ ثَلَاثًا فَحَزِنَ عَلَيْهَا فَرَدَّهَا عَلَيْهِ النبيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: إِنَّهَا وَاحِدةٌ.
আব্দুল্লাহ ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আবু রুকানা নামে একজন লোক তার স্ত্রীকে তিন তালাক দিয়ে চিন্তিত হয়ে পড়ে। তখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে তার কাছে ফিরিয়ে দিয়ে বলেন, এটা এক তালাক হয়েছে। (মুসনাদে আহমাদ, হা/২৩৮৭ হাদীছ ছহীহ; বায়হাক্বী, হা/১৪৭৬৪)। তাই কেউ যদি একসাথে তিন তালাক দিয়ে দেয় তাহলে সেটা এক তালাক বলে গণ্য হবে। আর উক্ত স্বামী তার স্ত্রীকে তিন মাসের মধ্যে নতুনভাবে বিবাহ পড়ানো ছাড়াই ফিরিয়ে নিতে পারবে। যদি তিন মাস অতিক্রান্ত হয়ে যায় তাহলে নতুনভাবে মোহরানা ধার্য করে বিবাহ পড়ানোর মাধ্যমে ফিরিয়ে নিতে পারবে। সুতরাং আপনি চাইলে আপনার স্ত্রীকে উপরে বর্ণিত পদ্ধতিতে ফিরিয়ে নিতে পারেন।
প্রশ্নকারী : ইকবাল হোসেন সুমন
চারঘাট, রাজশাহী।