উত্তর: করা যাবে না। রামাযানের শেষ দশকে ই‘তিকাফ করতে হবে। নবী সহধর্মিণী আয়েশা রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাযানের শেষ দশক ই‘তিকাফ করতেন। তাঁর ওফাত পর্যন্ত এই নিয়মই ছিল। এরপর তাঁর সহধর্মিণীগণও (সে দিনগুলোতে) ই‘তিকাফ করতেন (ছহীহ বুখারী, হা/২০২৬)। আয়েশা রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা রামাযানের শেষ দশকের বেজোড় রাতে লায়লাতুল কদর অনুসন্ধান করো’ (ছহীহ বুখারী, হা/২০১৭)। তবে বিশদিনও করতে পারে। যে বছর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন সে বছর তিনি বিশ দিনের ই‘তিকাফ করেছিলেন (ছহীহ বুখারী, হা/২০৪৪)।
প্রশ্নকারী : রাগীব আলী
বোয়ালমারী, ফরিদপুর।