উত্তর : হ্যাঁ, জিন জাতিরও বংশ বিস্তার হয় এবং তাদেরও সন্তান-সন্ততি আছে। আল্লাহ তাআলা বলেন, ‘আর স্মরণ করুন, আমরা যখন ফেরেশতাদেরকে বলেছিলাম, আদমকে সিজদা করো, তখন ইবলীস ছাড়া তারা সবাই সিজদা করলো। সে ছিল জিনদের একজন। সে তার রবের আদেশ অমান্য করল। তবে কি তোমরা আমার পরিবর্তে তাকে এবং তার বংশধরকে অভিভাবকরূপে গ্রহণ করবে, অথচ তারা তোমাদের শত্রু। যালেমদের বিনিময় কত নিকৃষ্ট’ (সূরা আল-কাহাফ, ১৮/৫০)। এই আয়াত স্পষ্ট প্রমাণ করে যে, জিনদের বংশধর আছে, তাদেরও বংশ বিস্তার হয় এবং তাদেরও সন্তান-সন্ততি আছে। তবে কীভাবে বংশ বিস্তার হয় সে সম্পর্কে কুরআন ও সুন্নাহতে স্পষ্টভাবে কোনো বর্ণনা আসেনি।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, নওগাঁ।