কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭) : ‘আল্লাহ সর্বশক্তিমান’ কথাটা বলা যাবে কি?

উত্তর : ‘আল্লাহ সর্বশক্তিমান’ এর দ্বারা উদ্দেশ্য হলো ‘আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাবান বা শক্তিমান’। এমর্মে কুরআন মাজীদের বহু আয়াতে ইরশাদ হয়েছে, إِنَّ اللهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ‘নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান’ (আল-বাক্বারা, ২০, ১০৬, ১০৯, ১৪৮, ২৪৯ প্রভৃতি)। এর মধ্যে শিরকের কোনো দিক পাওয়া যায় না। বিধায় এ কথা বলাতে শারঈ কোনো বাধা নেই।

প্রশ্নকারী : রনজু

 সুন্দরগঞ্জ, গাইবান্ধা।


Magazine