কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৪): আমি যদি কোনো অনলাইন পেইড কোর্স অরিজিনাল ওয়েবসাইট (মালিক) থেকে না কিনে একই অনলাইন পেইড কোর্স অন্য কারো কাছ থেকে কম দামে কিনি শেখার জন্য, এটা কি জায়েয হবে?

উত্তর: না, ক্রয় করা যাবে না। পেইড কোর্সগুলো সাধারণত সর্বসাধারণের জন্য অনুমতি দেওয়া থাকে না। কোনোভাবে কেউ এগুলো সংগ্রহ করে বিক্রি করে থাকলে, তা ক্রয় করা যাবে না। কেননা সে এগুলো অবৈধভাবে বিক্রি করছে। আর অবৈধ কাজে সহযোগিতা করাও অবৈধ। মহান আল্লাহ বলেন, ‘তোমরা পরস্পর সৎ ও তাক্বওয়ার কাজে সহযোগিতা করো, পাপ ও সীমালংঘনের কাজে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)। তবে মূল মালিক যদি তাকে অনুমতি দিয়ে থাকে, তাহলে সেটা ভিন্ন কথা।

প্রশ্নকারী : ওমর ফারুক

বনশ্রী, ঢাকা।


Magazine