কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬) : তালাক প্রদানের সঠিক পদ্ধতি কী? দলীলসহ জানিয়ে বাধিত করবেন।

উত্তর : তালাক প্রদানের সঠিক পদ্ধতি হলো- তিন তুহুরে তিন তালাক প্রদান করা। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা যখন স্ত্রীদের তালাক দিতে চাও তখন তাদেরকে তালাক দাও তাদের ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে এবং ইদ্দতের হিসাব সঠিকভাবে গণনা করবে’ (আত-তালাক, ৬৫/১)। এখানে ইদ্দত বলতে তুহুরকে বুঝানো হয়েছে (ছফওয়াতুত তাফাসীর, ৩/৩৭৫; আল-মুয়াসসার, ১০/১৬৮; আত-ত্ববারী, ২৩/৪৩১; ফাতহুল কাদীর, ৭/২৩৯)। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ‘তালাকপ্রাপ্তা মহিলারা যেন তিন কুরু’ পর্যন্ত নিজেদেরকে (পুনরায় বিয়ে) করা থেকে দূরে রাখে’ (আল-বাকারা, ২/২২৮)। আব্দুল্লাহ ইবনু উমার (রা) হতে বর্ণিত, তিনি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে তার স্ত্রীকে হায়েযা অবস্থায় তালাক দিলে উমার ইবনুল খাত্তাব রযিয়াল্লাহু আনহু তার বিষয়ে জিজ্ঞাসা করেন। উত্তরে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তাকে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দাও। এরপর সে পবিত্র হওয়া পর্যন্ত যেন বিরত থাকে। এরপর আবার হায়েযা হবে এবং পবিত্র হবে। এরপর চাইলে সে রাখবে অথবা স্পর্শের পূর্বেই তালাক প্রদান করবে। আর এটাই হলো সেই সময়সীমা যার ব্যাপারে আল্লাহ নির্দেশ দিয়েছেন (ছহীহ বুখারী, হা/৫২৫১; ছহীহ মুসলিম, হা/১৪৭১)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine