উত্তর : সালাম ফিরানোর পরপরই উঠে যাওয়া যাবে না। আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছালাতের শেষে সালাম ফিরাতেন, তখন তিনি ‘আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম’ পড়তেন’ (ছহীহ মুসলিম, হা/৫৯২; মিশকাত, হা/৯৬০)। এছাড়া তিনি আরো অনেক যিকির-আযকার করতেন। এতে প্রমাণিত হয়, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর সাথে সাথে উঠতেন না। তবে যরূরী কারণ থাকলে সংক্ষিপ্ত ছানা বা ‘আল্লাহু আকবার’, ‘আস্তাগফিরুল্লাহ, আসতাগ্ফিরুল্লাহ, আস্তাগ্ফিরুল্লাহ’; ‘আল্লাহুম্মা আন্তাস্ সালামু ওয়া মিন্কাস্ সালামু, তাবারকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম’ ইত্যাদি বলে উঠে যেতে পারে।
-আকীমুল ইসলাম
জোতপাড়া, ঠাকুরগাঁও।