কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০): আমাদের এলাকায় লায়লাতুল কদরের জন্য রাত জাগার সময় সকলে মিলে খানাপিনার আয়োজন করে। এমনটি করা যাবে কি?

উত্তর: এই রাতগুলোতে যেকোনো ধরনের খানাপিনার আয়োজন করা কিংবা তাতে সহযোগিতা করা শরীআতসম্মত নয়, বরং এগুলো বিদআত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি এমন আমল করল যাতে আমাদের নির্দেশনা নেই, তা প্রত্যাখ্যাত’ (ছহীহ মুসলিম, হা/১৭১৮)।

প্রশ্নকারী :নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine