উত্তর : রামাযান মাসে অনেক বিদ‘আত আমল করা হয়। অথচ আয়েশা রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এদিনে নতুন উদ্ভবন করেছে যা এতে নেই তা প্রত্যাখ্যাত (বুখারী, হা/২৬৯৭; মুসলিম, হা/১৭১৮)। নিম্নে কিছু বিদআত উল্লেখ করা হলো:
(১) ইফতারের সময় দলবদ্ধভাবে দুই হাত তুলে দুআ করা। (২) রামাযান মাসে শেষ শুক্রবার দলবদ্ধভাবে কবরস্থানে কবর যিয়ারত করা। (৩) ইফতারের সময় দেরী করে ইফতার করা। (৪) তারাবী ছালাতের শেষে দলবদ্ধভাবে দুআ করা। (৫) ঈদের মাঠে কয়েকটি খুৎবা দেওয়া। (৬) ঈদের ছালাতের পর কয়েকটি হাত তুলে মুনাজাত করা। (৮) মৃত্য ব্যক্তির নামে ইফতারের আয়োজন করা।(৯) নির্দিষ্টভাবে ঈদের দিন দলবদ্ধ হয়ে কবর যিয়ারত করা। এছাড়াও আরো অনেক বিদ‘আত রয়েছে, যেগুলো রামাযান মাসে করা হয়। অথচ এগুলো পরিত্যাগ করা আবশ্যক। আল্লাহ আমাদেরকে বিদআত থেকে দুরে রাখুন। আমিন!
প্রশ্নকারী : আব্দুল মুক্বীত
ঢাকা।