কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৫) : ক্বদরের রাতে সারা রাত ছালাত আদায় করা যাবে কি?

উত্তর: ক্বদরের রাতে ১১ রাকআতের বেশি ছালাত আদায় করা যাবে না। কেননা ক্বদরের রাতের প্রস্তুতি ও ফযিলতের কথা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বলেছেন। তবে সারারাত বে-হিসাব ছালাত আদায় করতেন এমন কিছু বলেননি এবং ছাহাবী ও তাবেঈ থেকেও এর কোনো প্রমাণ নেই। অতএব আট রাকাআত ছালাতকেই খুব সুন্দরভাবে দীর্ঘ সময় ধরে পড়তে হবে। আবূ সালামা ইবনু আব্দুর রাহমান রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি আয়েশা রযিয়াল্লাহু আনহা-কে জিজ্ঞাসা করেন, রামাযান মাসে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ছালাত কেমন ছিল? তিনি বললেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামযান মাসে এবং অন্যান্য সময় (রাতের বেলা) এগার রাকাআতের অধিক ছালাত আদায় করতেন না। তিনি চার রাকাআত ছালাত আদায় করতেন। তুমি সেই ছালাতের সৌন্দর্য ও দীর্ঘত্ব সম্পর্কে আমাকে প্রশ্ন করো না। তারপর তিনি তিন রাকাআত (বিতর) ছালাত আদায় করতেন। আয়েশা রযিয়াল্লাহু আনহা বলেন, (একদিন) আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি কি বিতরের আগে ঘুমিয়ে থাকেন? তিনি ইরশাদ করলেন, আমার চোখ দু’টি ঘুমায়, কিন্তু আমার হৃদয় ঘুমায় না (ছহীহ বুখারী, হা/১১৪৭; ছহীহ মুসলিম, হা/৭৩৮।)। এর মধ্যে সীমাবদ্ধ রেখে তেলাওয়াত ও তাসবীহ-তাহলীল দীর্ঘ করে সারা রাত (সাহারী পর্যন্ত) ছালাত আদায় করা যায় (আবূ দাঊদ, হা/১৩৭৫)।

প্রশ্নকারী : জহিরুল ইসলাম

সৌদি আরব।


Magazine