কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩) : জনৈক হিন্দু তার মৃত্যুর দুই দিন পূর্বে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে ওপূর্বের কৃতকর্মের জন্য তওবা করে। তার তওবা কি কবুল হবে?

উত্তর : হ্যাঁ, তার তওবা কবুল হবে। কেননা কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলে তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। আমর ইবনুল ‘আছ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খেদমতে উপস্থিত হয়ে বললাম, হে আল্লাহর রাসূল! আমার দিকে আপনার হাত প্রসারিত করে দিন, আমি আপনার কাছে ইসলাম গ্রহণের বায়আত করব। তিনি তাঁর হাত প্রসারিত করে দিলেন, কিন্তু আমি আমার হাত টেনে নিলাম। তখন তিনি বললেন, তোমার কী হলো, হে আমর? আমি বললাম, আমার কিছু শর্ত আছে। তিনি বললেন, কী শর্ত? আমি বললাম, আমি চাই আমার (পূর্বের কৃত) গুনাহ যেন মাফ করে দেওয়া হয়। তখন তিনি বললেন, ‘আমর! তুমি কি জানো না ‘ইসলাম গ্রহণ’ পূর্বেকার সকল গুনাহ বিনাশ করে দেয়। হিজরত সে সকল গুনাহ মাফ করে দেয়, যা হিজরতের পূর্বে করা হয়েছে। এমনিভাবে হজ্জও তার পূর্বের সকল গুনাহ মিটিয়ে দেয়? (ছহীহ মুসলিম, হা/১২১; মিশকাত, হা/২৮)।

প্রশ্নকারী : আলিফ আহমাদ



Magazine