উত্তর: ঈদের দিন ও জুমআর দিনে সবাই মিলে কবর যিয়ারত করতে যাওয়া বিদআত। কারণ এমন আমল রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাহাবীগণ ও তাবেঈগণ থেকে প্রমাণিত নয়। বরং যেকোনো দিনে যেকোনো সময়ে ব্যক্তিগতভাবে কবর যিয়ারত করতে যেতে হবে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমি তোমাদেরকে কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন তোমরা কবর যিয়ারত করো। কেননা তা তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে’ (আবূ দাঊদ, হা/৩২৩৫; তিরমিযী, হা/১০৫৪)।
প্রশ্নকারী : শহিদুল ইসলাম
চাঁপাই নবাবগঞ্জ।