কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪১) : মসজিদের টাকা চুরি করলে করণীয় কী? পরবর্তীতে জানতে পারলে যে চুরি করছে তাঁর করণীয় কী?

উত্তর : চুরি করা জঘন্য অন্যায়। ইসলামে এর দণ্ড হলো হাত কেটে দেওয়া (আল-মায়েদা, ৫/৩৮), যা মুসলিম শাসক বাস্তবায়ন করবেন। কোনো ব্যক্তি যদি চুরি করে পরবর্তীতে অনুতপ্ত হয়, তাহলে তার জন্য আবশ্যক হলো চুরি করা সম্পদ সেই মসজিদে ফিরিয়ে দেওয়া এবং আল্লাহর নিকট ক্ষমা চাওয়া (ছহীহ বুখারী, হা/২৪৪৯)।

প্রশ্নকারী: মো. আমিনুর রহমান

দুপচাঁচিয়া, বগুড়া।


Magazine