কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৮): হজ্জে একাধিক ওয়াজিব ছুটে গেলে কি একটি মাত্র দম বা কাফফারা দেওয়াই যথেষ্ট হবে?

উত্তরহজ্জে কোনো ওয়াজিব ছুটে গেলে তার জন্য একটি দম বা কাফফারা দিতে হবে (আল-বাকারা, ২/১৯৬)। আর একাধিক ওয়াজিব ছুটে গেলে একাধিক দমই দিতে হবে। যে কয়টি ওয়াজিব ছুটে যাবে, সেটি হিসাব করে দম দিতে হবে (ফাতওয়া আল-লাজনাহ আদ-দায়েমাহ, ১১/৩৪২)।

প্রশ্নকারী : মাহবুবুল আলম

সিরাজগঞ্জ।


Magazine