কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭) : সফরে থাকা অবস্থায় মুক্বীমদের জামাআত পেলে তাদের সাথে ফরয ছালাত পূর্ণ আদায় করব, না-কি ক্বছর আদায় করব?

উত্তর : সফরে থাকা অবস্থায় মুক্বীমের সাথে ছালাত আদায় করলে ফরয ছালাত পূর্ণই আদায় করবে। ইবনু উমার রযিয়াল্লাহু আনহুমা বলেন, মুসাফির মুক্বীম ইমামের সাথে দু’রাকআত পেলে তাকে তাদের মতোই পূর্ণাঙ্গ ছালাত আদায় করতে হবে (সুনানে বায়হাক্বী, হা/৫২৯১; ইরওয়াউল গালীল, হা/৫৭১)। তবে একাকী কিংবা অন্যান্য মুসাফিরদের সাথে আদায় করলে ক্কছর করবে। ইয়া‘লা ইবনু উমাইয়া রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি উমার ইবনুল খাত্ত্বাব রাযিয়াল্লাহু আনহু-কে বললাম, (ব্যাপার কী) আল্লাহ তাআলা বলেন, ‘কাফেররা তোমাদেরকে বিপদে ফেলবে মর্মে যদি ভয় কর, তাহলে তোমরা ক্বছর করতে পার’ (আন-নিসা, ৪/১০১)। এখন তো মানুষ সম্পূর্ণ নিরাপদ। (তথাপি আমরা ক্বছর করি কেন?) উমার রাযিয়াল্লাহু আনহু বললেন, আপনি যেরূপ আশ্চর্যবোধ করছেন আমিও আপনার ন্যায় আশ্চর্যবোধ করতাম। একদা আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এটা জিজ্ঞেস করলাম। উত্তরে তিনি বললেন, এটি আল্লাহর পক্ষ থেকে একটি দান। সুতরাং তোমরা তার দান গ্রহণ করো’ (ছহীহ মুসলিম, হা/৬৮৬; মিশকাত হা/১৩৩৫)।

প্রশ্নকারী : নিয়ামুল হাসান

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine