কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭) : ইসলামে দিবস পালন করা হারাম। কিন্তু নির্দিষ্ট দিনে কেন আমরা ইদ উদযাপন করি?

উত্তর : ইসলাম যে সময় যে আমল করার নির্দেশ দিয়েছেন তা সে সময় সে দিনে পালন করা ইবাদত। আর যে ব্যাপারে নিষেধ করেছেন তা বর্জন করাও ইবাদত। ইসলাম আগের সকল দিবস উদযাপন করাকে হারাম করে দুইটি দিনে আনন্দ করার আদেশ করেছেন। তাই দুই ইদ ব্যতীত সকল ধরনের উৎসব, দিবস উদযাপন হারাম সে যেই নামেই হোক না কেন?। এই মর্মে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ ‘যে ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে এমন নতুন বস্তু উদ্ভাবন করল যা তার মধ্যে নেই তা প্রত্যাখ্যানযোগ্য’ (বুখারী, হা/২৬৯৭; মিশকাত, হা/১৪০)। অন্য বর্ণনায় রয়েছে, مَنْ عَمِلَ عَمَلاً لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهْوَ رَدٌّ ‘যে ব্যক্তি এমন আমল করল যার প্রতি আমার নির্দেশ নেই তা প্রত্যাখ্যানযোগ্য (ছহীহ মুসলিম, হা/১৭১৮)।

প্রশ্নকারী : সাকিলা জাহান

সাপাহার, নওগাঁ।


Magazine